দূর পাহাড় ডাক দেয় মেঘের বাঁশিতে,
সবুজের কোলে লুকায় সাদা মেঘ হাসিতে।
আলো-ছায়ার খেলা চলে ঢেউ তোলা হাওয়ায়,
পাহাড়ের গল্প শোনা যায় নদীর গুঞ্জনে।
পাহাড়ের বুকে লুকানো কত যে রহস্য,
পাথরের আড়ালে জমা শত বছরের ইতিহাস।
নীরব প্রকৃতি তবু বলে যায় কথা,
মেঘ-মাটির গন্ধে মেলে জীবনের ব্যাখ্যা।
দূর পাহাড়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া,
নির্জনতায় মিশে নিজের সুর খুঁজে পাওয়া।
স্নিগ্ধ বাতাসে মন হয় সজীব,
পাহাড়ের কোলে মেলে হৃদয়ের প্রদীপ।
তাই তো দূর পাহাড় ডাকে বারবার,
জীবনের ভার ভুলে, করিস তুই সাড়া।
সবুজের পথ ধরে খুঁজে নে তুই প্রাণ,
দূর পাহাড়ই তো জীবনের গান।
Page No 1