রাজনীতি, তোর পথে কেনো
এতো কাঁটা, এতো ধোঁকা?
সত্যের দামে মিথ্যে কেনো
হাসে এমন সিঁদুর খোঁপা?
গণতন্ত্রের মঞ্চে তবু
কে কার স্বর শুনতে চায়?
শাসনের মাঝে শোষণ কেনো
বিজয় শেষে হায়!
তোমার নামে যত কথা,
বিতর্কের রঙে রঙিন।
তবু কেনো প্রান্তে পড়ে,
মানুষ আজো অবহেলিত।
তুই কি তবে ক্ষমার মঞ্চ,
না প্রতিশোধের খেলা?
তোরই ছায়ায় স্বপ্ন দেখে
কেউ বা পায় জীবন মেলা।
আবার একদিন জাগবে মানুষ,
পাবে তারা নিজের ঠাঁই।
রাজনীতির স্রোতেও ফুটুক
আশার আলো, শান্তির ধ্বনি।
Page No 1