writerfair

স্বপ্নের আলো

Dream Light

Monjurul Islam

স্বপ্ন দেখি প্রতিদিন,
তারার মতো ঝিলমিল।
অগোচরে আসে তারা,
মনের মাঝে ছড়ায় খেলা।

স্বপ্ন বলে, "চলো তবে,
ছুঁই আকাশ, ধরো রবি।"
মেঘের দেশে হেসে ওঠে,
নতুন দিনের মধুর ছবি।

স্বপ্ন দেখি পথের ধারে,
শান্ত স্রোতে নদীর পারে।
হৃদয় জুড়ে আনে আশা,
জীবন পায় নতুন ভাষা।

তুমি আমি স্বপ্নের যাত্রী,
স্বপ্ন পেলে লাগে মাতাল।
চলুক জীবন, জ্বলুক আলো,
স্বপ্ন হোক সবার দিশা।

Page No 1