writerfair

অশ্রুসিক্ত প্রথম স্পর্শ

A tearful first touch

Monjurul Islam

প্রথম স্পর্শ, কেমন ছিল তোর সুরভি?
অশ্রুর মোহনাতে বাঁধা এক নীরব গীতি।
চোখের কোণে জমে থাকা অলস কুয়াশা,
তোর ছোঁয়ায় হল কি যেন এক মধুর ভাষা।

সে ছিল কি আনন্দ, না অজানা ব্যথা?
স্পর্শের সেই গল্পে কি ছিল কোনো কল্পনাকথা?
তবু তোর পরশে জেগেছিল হৃদয়,
ভেজা অনুভবে বাজল অদ্ভুত এক মায়ার জয়।

তোর উষ্ণতায় গলে গেল জমে থাকা বরফ,
আকাশে উঠল সূর্য, মুছে দিল সমস্ত ক্ষরফ।
অশ্রু যে কেবল দুঃখের কথা বলে না,
সেখানে থাকে হাসি, ভালোবাসার স্বর্ণরেখা।

প্রথম স্পর্শে বুঝেছিলাম জীবনের মানে,
অশ্রু গড়িয়ে পড়ল মনের আঙিনায় সজনে।
তুই এনে দিলি সেই মধুর মূহূর্ত,
যেখানে সব হারিয়ে খুঁজে পেলাম অনন্ত।

তোর সেই অশ্রুসিক্ত স্মৃতি আজও জাগে,
হৃদয়ের গভীরে বাজে তার স্নিগ্ধ রাগে।
প্রথম স্পর্শ, তুই অমর এক পাঠ,
জীবনের প্রতিটি মোড়ে তোরই আখ্যান জগত।

 

Page No 1