আমি এক বসে থাকা ভবঘুরে
ঘুরছি সারা বিশ্ব আমি
সংযোগ দিয়ে তারে তারে
আমি এক বসে থাকা ভবঘুরে
ঘুরছি সারা বিশ্ব আমি,
করিনা হিসেব, মাইল কিংবা মিটারে
আমি এক ঘরে বসা ভবঘুরে।
খাওয়া ঘুম, ঘুম খাওয়া
মাঝে-মধ্যে হয়না নাওয়া
পেট-ভুড়ি কোলেস্টরেল,যাচ্ছে সবই বেড়ে
আজ আমি ঘরে বসা ভবঘুরে।
হইনা আমি অকুতভয়
তাঁহার দিকে চেয়ে,
টানলে দাঁড়ি সঙ্গে দাড়ের, যাবে চিন্তা বেড়ে
আজ আমি ঘরে বসা ভবঘুরে।
চাইনা আমি টানতে লাগাম
ধরি তবুও টেনে
চলতেই হবে লকডাউনের নিয়ম-নীতি মেনে।
Page No 1