writerfair

একটি শরৎ

An Autumn

Monjurul Islam

একটি শরৎ
আর একটি শরতের চাঁদ;
একটা অদ্ভুত রাত,
আর তার কামিনীময় গন্ধ!
একটা হাত, কিছু তার আঙুল,
এইতো চেয়েছিলাম। 
সেই শরতের ভরাট চাঁদটা 
গতিপথ হাড়ায়,
রাতেরা  বিলীন হয় ভোরের বুকে,
কামিনীরা গন্ধ বিলায় আশীবিষে ভালবেসে। 
কি রইলো তবে আমার?
এই শরত চলে যাক।
যেতে যেতে ভালবেসে যাক, 
শুভ্র কিছু মেঘ দিয়ে যাক,
যাক তবে, যাক।
 

Page No 1