writerfair

কুলাঙ্গার

Kulangar

Monjurul Islam

খেয়ে একথালা ভাত

হয়ে যায় কুপোকাত

আসে না ঘুম সারারাত

মাথায় হাত, ব্জ্রপাত !

 

হায় হায় কি করি

সারা দিন ঘুরি-ফিরি

কাম নাই-কাজ নাই

হাতে হাতে ধরাই বিড়ি।।

 

এক দুই তিন চার

বের হয়ে যা কুলাঙ্গার

আঠারো বছর হলো তোর

করলি না ঠিক ব্যবহার !

Page No 1