ভেতরের এক স্থানে,
ছোট্ট একটা আলো জ্বলে,
অদৃশ্য, রহস্যময়,
অন্তঃকেন্দ্রের স্বপ্নে ভাসে।
যত দূরে চলে যাই,
যত গভীরে ডুবি,
এই আলো যেন আমাকে জানায়,
"এখানেই আছে তুমি, নিজেই।"
বিশ্বের গর্জন, পৃথিবীর হাহাকার,
কিছুই স্পর্শ করতে পারে না,
অন্তঃকেন্দ্রের সেই নিস্তব্ধতা,
যেখানে সারা পৃথিবী থেমে থাকে।
এখানে কোনও সময় নেই,
কোনো ভয়ও নেই,
শুধু এক আস্থার নদী,
যা প্রবাহিত হয় শান্তি সাগরে।
জগতের যত ছলনা,
যত অস্থিরতা,
অন্তঃকেন্দ্র তার অতীত,
যেখানে সত্যের জন্ম, জীবন ফিরে পায়।
যতবার তুমি হারাও,
ততবার ফিরে পাবে এখানে,
এই শান্ত, সুরেলা পৃথিবীতে,
অন্তঃকেন্দ্রের অমল আলোয়।
Page No 1