writerfair

চাঁদের ছবি

Picture of the moon

Monjurul Islam

তুমি আবদার করলে 

চাঁদটা এনে দিতে;

বলেছি তোমায়-

পারবোনা চাঁদতো আনতে

যদি চাও তবে-

ছবি, পারি এঁকে দিতে !

 

তুমি বললে-

ছবি কি আর চাঁদের মতো

পারবে আলো দিতে ?

উত্তরে বললাম-

পারবে বৈকি গ্রহন যদি

করো আনন্দ চিত্তে !

 

তুমি বললে-

ছবি আর চাঁদে যেন

কতদুর ফারাক ?

উত্তরে বললাম-

ছবি হলো এই জগতের

চাঁদের জগত আর এক !

 

মুচকি হেসে বললে-

নেই প্রয়োজন চাঁদের

ছবিই ভালো,আরও ভালো

ছবি আঁকা শিল্পী চাঁদের !

 

তখন থেকে আজ অবধি

আঁকিনি ছবি চাঁদের

কুল-কিনারা পাইনি আজও

তাঁর যন্তর-মন্তরের !

Page No 1