চামেলী বসু ১৯৮৩ সালের ৮ অক্টোবর, মাগুরা জেলার মহম্মদপুরে জন্মগ্রহন করেন। শৈশবে তাঁর কবিতা লেখায় হাতেখড়ি। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কবিতা লেখেন। “ বিরান মুখের মায়া ” তাঁর প্রথম কাব্যগ্রন্থ। তিনি অত্যন্ত্ব সফলতার সাথে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। বর্তমানে চামেলী বসু শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।