writerfair

তোমাকে স্বাগত

welcome to you

চামেলী বসু

একদিন বাম গালের তিলটি দেখিয়ে বলেছিলে---

এখানেই ভালোবাসা আছে। 

অবাক হয়ে দেখেছি মৃত নক্ষত্রের কালো আভাস নিয়ে 

অপেক্ষমাণ তিলটিকে

সে কেমন আগ্রাসী নদীর মতো

বাহু মেলে ভেঙেছে মনের দু'পাড়।

স্থির চোখে টুকরো টুকরো করে কেটেছি

চেনা নদীর চেনা গতিপথ ---

বসন্তের উষ্ণ হাওয়ার ঘ্রাণে

গাছেদের শীর্ণ বাহু যখন ভরে ওঠে পাতার গানে

তখনও বৃষ্টির আগমনী হয়ে কেউ আসেনি 

ছিপ নৌকায় বাদাম উড়িয়ে 

তৃষ্ণার্ত মনটিকে বৈকুন্ঠে নিতে........ 

অথচ একদিন এই তুমিই

বাম গালের তিলটি দেখিয়ে বলেছিলে---

এখানেই ভালোবাসা আছে।

Page No 1