বিভাস তোমাকে ভালোবেসে
গান্ধারী আমি চিরকাল
আঁধারের পথ ছেড়ে ছোট তুমি বিকাশমান আলোর ভূবনে।
আমি একা- ' একাই তো জীবন ' সারমর্ম মেনে
মৃত্যুরে অবহেলা করে বেঁচে উঠি, ডুবে যাই
তোমার জটিল সরল স্বরলিপি ধরে.......
দিনগুলো ছোট হতে হতে শূন্যতায় মিলিয়ে গেলে
আমার অন্নপূর্ণা হাত ছুঁয়ে যায় তোমার নিস্পলক চোখ।
তোমার চোখের কোণে বৃষ্টির ধারা হয়ে
ঝরে যেতে ইচ্ছে হয় খুব
বিভাস এই বসন্তে আমিও যে বড্ড একা।
Page No 1