writerfair

বিশালাক্ষী

The big star

চামেলী বসু

অনেক আকাশ পাড়ি দিতে দিতে 

বিশালাক্ষী 

একদিন এই পথে 

একদিন এক সাথে 

একদিন এই হাতে

সন্ধ্যা নেমেছে অনেক 

অকারণ আলো তবু 

গাঢ় সন্ধ্যা থেকে 

তোমার চোখে জ্বলে 

শব্দহীন ভাষা তার

 

বিশালাক্ষী 

জীবন অনেক রকম

তারও চেয়ে তোমার চোখ 

অনেক আলোয় আলোকিত 

গভীর তৃষ্ণা বিতৃষ্ণার খেলা

 

বিশালাক্ষী 

একদিন এই পথে 

একদিন এক সাথে 

একদিন এই হাতে 

মন মরেছে অনেক 

শান্তি তবু 

মন মৃত্যুর আগে স্বপ্নে ভাসে।

Page No 1