Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
বিশালাক্ষী
The big star
চামেলী বসু
অনেক আকাশ পাড়ি দিতে দিতে
বিশালাক্ষী
একদিন এই পথে
একদিন এক সাথে
একদিন এই হাতে
সন্ধ্যা নেমেছে অনেক
অকারণ আলো তবু
গাঢ় সন্ধ্যা থেকে
তোমার চোখে জ্বলে
শব্দহীন ভাষা তার
বিশালাক্ষী
জীবন অনেক রকম
তারও চেয়ে তোমার চোখ
অনেক আলোয় আলোকিত
গভীর তৃষ্ণা বিতৃষ্ণার খেলা
বিশালাক্ষী
একদিন এই পথে
একদিন এক সাথে
একদিন এই হাতে
মন মরেছে অনেক
শান্তি তবু
মন মৃত্যুর আগে স্বপ্নে ভাসে।
Page No 1