writerfair

রোদ্দুর একটি ভুলে থাকা ক্যানভাস

The sun is a forgotten canvas

চামেলী বসু

মেঘেরা জল ভরা আঁচল উড়ালে 

রোদ্দুরের স্নিগ্ধ চোখে ভালোবাসা দেখতাম 

এখন সূর্য মহাকালের অন্ধ কুটিরে 

ম্রিয়মান আলোয় নিজস্ব প্রতিবিম্ব খোঁজে। 

আর রোদ্দুর আমার উঠোনে 

প্রিয় রংহীন পেন্সিল হাতে 

মাটির ক্যানভাস ভরে তোলে 

মুঠ মুঠ আলোর আলপনায়....

বিমূর্ত বৈভবী মন কচি ঘাসের নরম পাতায় 

রোদ্দুরের মসৃণ মুখের সম্ভাবনা খোঁজে।

Page No 1