মেঘেরা জল ভরা আঁচল উড়ালে
রোদ্দুরের স্নিগ্ধ চোখে ভালোবাসা দেখতাম
এখন সূর্য মহাকালের অন্ধ কুটিরে
ম্রিয়মান আলোয় নিজস্ব প্রতিবিম্ব খোঁজে।
আর রোদ্দুর আমার উঠোনে
প্রিয় রংহীন পেন্সিল হাতে
মাটির ক্যানভাস ভরে তোলে
মুঠ মুঠ আলোর আলপনায়....
বিমূর্ত বৈভবী মন কচি ঘাসের নরম পাতায়
রোদ্দুরের মসৃণ মুখের সম্ভাবনা খোঁজে।
Page No 1