Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
বোধিসত্ত্ব
The wise soul
চামেলী বসু
দ্রোপদী
তোমার শাড়ি তুমি শূন্যে ভাসাও
অপার্থিব রুপ গোগ্রাসে গিলে খাবে
বয়সের ভারে নুয়ে পড়া কয়েকটি শকুন।
এমনি তারা
যারা শুধু সুখে
শুধু ভোগে
শুধু লালসায়
শুধু ক্ষমতায়
শুধু চাতুরিতে
নেমিচক্রে বেঁধে তোমায় করে গরিয়সী।
দ্রোপদী
তোমার শাড়ি তুমি শূন্যে ভাসাও
আঁচলের ঢেউয়ে ভেসে যাক
চতুর বিবাহ, কপট পাশার দান
ভেসে যাক কৃষ্ণের চক্র সুদর্শন
ভেসে যাক কুরুক্ষেত্র ভেসে যাক স্বর্গের কপট সিড়ি
আঁচলে বাতাসে মাতাল
ঢেকে যাক দুর্যোধনের লোলুপ দৃষ্টি
যুধিষ্ঠিরের সত্যের মিথ্যা খোলস।
দ্রোপদী
তোমার শাড়ি তুমি শূন্যে ভাসাও
ভেসে যাক তারা, যারা ভাসিয়েছে তোমায়।
Page No 1