নেহাত তাকে জলের মতো আঁকড়ে ধরে
অনুদ্দেশ্যে বাড়ালাম হাত
যদিও সে যাযাবর নীরিহ সঙ্গমে--- যে কোন কাঁদা মাটির ঘ্রাণ
অনায়াসে শুষে নেয় জিভ ও ঠোঁটে
আর যেসব শূন্যতা জমে বুকের দেয়ালে
তাই সে দেয় মুঠোয় ভরে....
দেখি একটি অপরাজিতার কুঁড়ি
পড়ে আছে নাভীমূলজুড়ে।
Page No 1