নুর ইসলাম বর্ষন ১৯৫৫ সালে উত্তরের সীমান্তবর্তী জেলা নীলফামারীর ডোমার উপজেলার চিকন মাটি ( পাঠান পাড়া ) গ্রামে জন্মগ্রহন করেন । ১৯৭৬ সালে তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৭৭ সালে বি,এ, আর, আই অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটএ চাকুরীতে যোগদান করেন । ১৯৮০ সালে তিনি বেগম রিপু নাসরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেগম রিপু নাসরিন স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন। ১৯৮৩ সালে একমাত্র পুত্র নাসের ইবনে ইসলাম অয়ন এর জন্ম হয় । অয়ন বর্তমানে “কনএডিশন” এ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছেন । নুর ইসলাম বর্ষন ১৯৯০ সালে স্ব-পরিবারে আমেরিকায় আসেন। বর্তমানে তিনি নিউইয়র্ক শহরের অধিবাসী।
স্কুল - কলেজ জীবন থেকেই তিনি সাংস্কৃতিক চর্চায় নিবেদিত ছিলেন। গান, কবিতা, নাটক রচনায় তিনি পারদর্শী । তাঁর লেখা নাটক ( শুধুমাত্র মেয়েদের নিয়ে লেখা ) রংপুর শিল্পকলা পরিষদে মঞ্চস্থ হয় । ঐ নাট্য অনুস্টানে তৎকালীন বাংলাদেশের সিনিয়র মিনিস্টার মশিউর রহমান যাদু মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০০১ সালে তিনি সর্বপ্রথম নর্থ আমেরিকায় লোক গান অর্থাৎ ভাওয়াইয়া,ভাটিয়ালি,জারি,সারি,মুর্শিদি গানের সুচনা ঘটান। তাই প্রবাসী সুধী সমাজ তাঁকে লোক গানের প্রান পুরুষ সম্মানে ভুষিত করেন। এছাড়া ২০০৭ সালে প্রবাসের শ্রেস্ট সংগঠক হিসেবে বাংলাদেশ ভাওয়াইয়া উৎসবে,তৎকালীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাস্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ তাঁকে স্বর্ণ-পদক প্রদান করেন।
তিনি সুস্থ্য সাংস্কৃতিক চর্চা প্রচার ও প্রসারের একজন অগ্র পথিক ও জীবন্ত কিংবদন্তী...