নল ডাঙ্গা - বামন ডাঙ্গা
শাল ডাঙ্গার হাটে-
মোয়া মুড়ি তিলের খাজা
খাছে সবাই বটে ।।
গাঁও গেরামের মানুষ সবার
ভার বাংকুয়া ঘারে,
চটের ব্যাগ হাতে নিয়া
চলে আরে আরে ।।
টং পাতিয়া চটের বস্তায়
সাজায় দোকান পাট,
গরুর গাড়ি নৌকা সারি
ভরে নদীর ঘাট ।।
কেহ কিনে শাটি পুটি
কেহ কিনে শাক,
কচুরলতি কাঁচা মরিচ
আরো কিনে আঁখ ।
রেশমী চুরি আলতা ফিতা
বৌয়ের শাখের শাড়ি,
গাট্টি বান্দি ফিরছে সবাই
নিজ নিজ বাড়ি ।।
সন্ধ্যা নামে বাড়ি চলে
মুখে চিবায় পান,
মনের সুখে গুন গুনিয়ে
গাইছে ভাবের গান ।।
Page No 1