writerfair

প্রিয় বাংলাদেশ

Dear Bangladesh

Nur Islam Borshon

ধানে ভরা গানে ভরা 

সোনার এদেশ ভাই

বাংলাদেশের তুলনা যে

এ ভূবনে নাই।

 

পাখপাখালীর মধুর ডাকে

নীল আকাশের ধায়

ঘুঘু ডাকে কোকিল ডাকে

পুবাল বাতাস বায়।

 

শিশির ভেজা দুর্বাঘাসে

মুক্তা ঝরে যায়

দেখবি যদি আয়রে ছুটে

বাংলাদেশে আয়।

 

কি অপরুপ রুপে ভরা

মায়ার রাণী ভাই

বাংলাদেশের তুলনা যে

এ ভূবনে নাই।

Page No 1