writerfair

স্মৃতিময় তুমি

You are memorable

Nur Islam Borshon

তুমি বিশ্ব চরাচরে বাঙালী ঐতিহ্যের বহমান নদী,

তোমার সুপুষ্ট বুকে শিল্পী কবি সাহিত্য সংগ্রামীদের

অহ্‌মিকা পালতোলা পদচারনা।

বনলতা-

তোমার প্রবাহধারা সতত সমুদ্রে

গভীরে জীবন্ত এক আগ্নেয়গিরি।

প্রান্তিক ফুলিঙ্গে উজ্জীবিত আমাদের উত্তর প্রজন্ম

ছড়া কবিতা গান আর সাহিত্য সম্ভারে।

বনলতা-

তুমি আমার প্রিয়ার চোখের মায়াবী জলরেখা

সখীর কন্ঠের, সুমধুর কলকল সুর।

তোমার অষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখি সাতারু জীবন

বধুয়ার বেনারসি শাড়ী যে ভাবে মিশে থাকে নদীর কলতানে।

বনলতা-

তুমি চিরঞ্জীব হও-

শিহরিত কর অমোঘ প্লাবন হয়ে পূর্ণময়তায়

সাহিত্য-সংস্কৃতির ললাটে দাও

পলিমাটির পবিত্র অর্ঘ

ধাবমান হোক আজ গৌরবের ঐতিহ্য।

Page No 1