Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
স্মৃতিময় তুমি
You are memorable
Nur Islam Borshon
তুমি বিশ্ব চরাচরে বাঙালী ঐতিহ্যের বহমান নদী,
তোমার সুপুষ্ট বুকে শিল্পী কবি সাহিত্য সংগ্রামীদের
অহ্মিকা পালতোলা পদচারনা।
বনলতা-
তোমার প্রবাহধারা সতত সমুদ্রে
গভীরে জীবন্ত এক আগ্নেয়গিরি।
প্রান্তিক ফুলিঙ্গে উজ্জীবিত আমাদের উত্তর প্রজন্ম
ছড়া কবিতা গান আর সাহিত্য সম্ভারে।
বনলতা-
তুমি আমার প্রিয়ার চোখের মায়াবী জলরেখা
সখীর কন্ঠের, সুমধুর কলকল সুর।
তোমার অষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখি সাতারু জীবন
বধুয়ার বেনারসি শাড়ী যে ভাবে মিশে থাকে নদীর কলতানে।
বনলতা-
তুমি চিরঞ্জীব হও-
শিহরিত কর অমোঘ প্লাবন হয়ে পূর্ণময়তায়
সাহিত্য-সংস্কৃতির ললাটে দাও
পলিমাটির পবিত্র অর্ঘ
ধাবমান হোক আজ গৌরবের ঐতিহ্য।
Page No 1