Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
অতীত দিনের স্মৃতি
Memories of days gone by
Nur Islam Borshon
হাট থাকি হাটুয়া আইসে
পথের ধুলা উঁড়ে,
গামছা ভরা সওদা কিনে
বাড়ির পানে ফিরে ।।
সওদা পাতি মাইয়াক দিয়া
গাও ধুবার যায়,
সরিষার তেল মাথাত মাখি
আয়নার দিকে চায় ।।
মনের সাধে রান্ধে বধু
শৌল মাছের ঝোল,
মুলা বেগুন দিলো তাতে
ধনিয়া পাতার রোল ।।
রোলের সুবাস উঠছে ভাসি
জিবায় আইসে পানি,
সব বিছিয়া খাইবে ভাত
পিতা পুত্র নানী ।।
আহারে-
অতীত দিনের স্মৃতি
মনে পরিলে আইজো শুধু
চৌখে আইসে পানি ।।
Page No 1