writerfair

মায়াবী ভুবন

The magical world

Nur Islam Borshon

কলসি কাকে গাঁয়ের বধূ

জল আনিতে যায়

রিনিক ঝিনিক পায়ের নুপুর

মধুর ছন্দ ছড়ায়।

 

চোখে কাজল নাকে নোলক

জোছনা ঝরে মায়ায়

বাশবাগানে চাঁদের হাসি

রুপের বন্যা ধায়।

 

খাটে বসে রসের নাগর

মোহন বাঁশি বাজায়

বাঁশির সুরে মন হারিয়ে

প্রেমের মালা সাজায়।

 

চাঁদনী রাতে তারার মেলায়

সখাসখী বসে

রুপকথার রাজারানী

স্বপ্ন তাদের ভাসে।

Page No 1