Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
মায়াবী ভুবন
The magical world
Nur Islam Borshon
কলসি কাকে গাঁয়ের বধূ
জল আনিতে যায়
রিনিক ঝিনিক পায়ের নুপুর
মধুর ছন্দ ছড়ায়।
চোখে কাজল নাকে নোলক
জোছনা ঝরে মায়ায়
বাশবাগানে চাঁদের হাসি
রুপের বন্যা ধায়।
খাটে বসে রসের নাগর
মোহন বাঁশি বাজায়
বাঁশির সুরে মন হারিয়ে
প্রেমের মালা সাজায়।
চাঁদনী রাতে তারার মেলায়
সখাসখী বসে
রুপকথার রাজারানী
স্বপ্ন তাদের ভাসে।
Page No 1