বসনের আধিক্য সরিয়ে দিলাম
উন্মোচনের অভিপ্রায়ে
কিছুটা সঙ্গ অস্বস্তি মিশ্রিত
না হলেই যেন নয় তোমার।
তার অর্থ এই নয়
কখনও তোমার অসঙ্গত দাবি
প্রত্যাহার করব না
প্রশ্রয় দিতে হয় কখনও।
বুঝে নাও পাওনা যত
শুধু হিসাব মেলাতে যেও না
সময় অনাগত সুদুর
সরিয়ে দাও লম্বা দুরত্বের দীর্ঘশ্বাস।
আপাতত নির্বাসনে যাক নিয়ম
প্রেমহীন কামুক স্পর্শের বাচালতা
অশ্লীলতার দায়ে প্রশ্ন করবে না
হৃদয় খুঁড়ে নাও রস রূপ গন্ধ।
দাও সূর্যের দীপ্তমান বীর্য
কৃত্রিম গর্ভপাত ঘটাতে চাই না
স্কেচের রঙতুলি দিয়ে সই করি
নতুন পৃথিবী অঙ্গীকারের সনদ।
Page No 1