ইমু তোমার সাথে কথা বলতে
ভীষণ ইচ্ছে হচ্ছিলো
বোকা বোকা বাহানা খুঁজে ফোন দিলাম
ইদানীং কখনও সখনও
তোমার সান্নিধ্য বড় প্রয়োজনীয় মনে হয়
প্রেম পরকীয়ার বিভাজনে
যুক্তি অসাড়
ন্যায় অন্যায়ের গৃহযুদ্ধে
ভাংচুর প্রতিনিয়ত
ভালোবাসতে পারিনি
না নিজেকে না অপরকে
সম্পর্কের সংবিধান লংঘন হলে
অবশিষ্ট কী থাকে বলো?
যুক্তি অস্বস্তি নিক্ষেপ করে
বিশ্বাস অযুক্তি ভর করে
তবু স্বপ্ন দেখে
স্বর্ণালী সকাল।
Page No 1