স্বপ্ন' তুমি থাকো, এখন আমার ছুটি
নিয়ে গেলাম তোমার আঁকাবাঁকা পথ।
তোমার তাসের ঘর, কাচের দেয়াল,
সাথে নিয়ে গেলাম যত সব বিরুদ্ধমত।।
রেখে গেলাম তোমাকে আঁকড়ে থাকা,
পিতা-পুত্র, অন্যসব পিতৃপুরুষ পরিজন।
এ আমার প্রস্থান নয়, ব্যর্থের আত্মগোপন।।
সম্পর্ক' তুমি থাকো, আমি নিলাম ছুটি
নিয়ে গেলাম তোমার বিচিত্র আকাশ।
পরিষ্কার সাইক্লোন, লন্ডভন্ড ঘূর্ণিঝড়,
সাথে সম্পর্কহীনতার বিষাক্ত বাতাস।।
তোমার বিচিত্র সব মানুষ, বিচিত্র মন,
বিচিত্র সব মনের অহেতুক ভাঙা-গড়া।
বিচিত্র সব সম্পর্কের নিষ্ফল বোঝাপড়া।।
জীবন' তুমি থাকো, এখন আমার ছুটি
নিয়ে গেলাম যত গ্লানি, অপ্রাপ্য অপবাদ!
আমার দিগম্বর শরীর, খুলে যাওয়া মুখোশ,
সব নিয়ে আমার নির্বাসন, বন্ধ ধারাপাত।।
পৃথিবী আজ উল্টো মুখি, নির্মম কন্জুস,
সব পথ আজ রুদ্ধ, সব চলা আজ নিষ্কাম।
সব বলা আজ আষাঢ়ে গল্প, শুন্য ধরাধাম।।
Page No 1