writerfair

অরুন্ধুতী

Arundhuti

Ashamoni

তুমি দেখো 

আমি আর তোমাকে ডাকবো না 

শিশুর হাত পা ছোড়া অযৌক্তিকতায় 

কখনও অপেক্ষা করে।


হব না দীর্ঘ উপন্যাস 

অপেক্ষায় সাজব না 

লালপেড়ে শাড়ি সিঁদুরের টিপ 

কিশোরী প্রেমিকার থর থর কম্পন।


দেব না তথাগত হলুদ ফুলের সম্ভাষণ 

সময়কে মূল্যায়ন করতে হয় 

নইলে সময় মিটিয়ে নেয় পাওনা 

বয়ে যায় ঘুর পথে।


তোমার বোঝা উচিত ছিল 

আজ অপেক্ষা কাল স্মৃতি 

ছেড়া বাসি ফুলে পূজা হয় না 

কাল হয়তো বাগানে গিয়ে দেখব।


অভিমানে পাঁপড়ি মেলেনি 

ভ্রমর বসে আছে মুখ ভার 

তাই এখনই তুমি আসছ না
বর্ষা আসন্ন গন্ধরাজ অপেক্ষায়।


গন্ধরাজ খানিকটা লাজুক অভিমানী 

সাবধানে স্পর্শ করতে হয় 

আমার ভুলে দেবতা যেনো 

বর্ষা পর্যন্ত অপেক্ষা করে।


সপ্তর্ষি মণ্ডলের অরুন্ধুতী 

বশিষ্ঠের জন্য থাকবে অনন্ত।

Page No 1