writerfair

নই আমি

not me

Ashamoni

আমি নই কবি তবু কবিতা লিখি 

নই শিল্পী তবু গান গাই 

উল্লেখযোগ্য কোনো পরিচিতি নাই 

তোমাকে দেবার মতো।


সেই সাথে আরও অনেক কিছুই 

কালের গর্ভে অতীত 

কথা বলি পাখির সাথে প্রকৃতির সাথে 

আর অন্ধকারের সাথে।


মাঝে মাঝে বিতর্ক হয় ঝিঁঝিঁ পোঁকার সাথে 

শব্দ আমার একদম সহ্য হয় না 

অভিমান হয় চাঁদের সাথে 

ওর এরূপ বৈরি আচরণে ।


কোনও ব্যাখ্যা খুঁজে পাই না 

অনুমান তুমিকেন্দ্রিক আমার যত সুর 

প্রতিমুহূর্তে বাঁচার নিরন্তন প্রচেষ্টা 

কথা বলা নৈব্যক্তিক ভালো লাগা।


ভুল বুঝ না পথভোলা পথিক আমি 

অক্ষমতা অপূর্ণতা যা কিছু 

যুক্তিতর্ক নয় তোমার দুরদর্শিতা

অনুভবেই কেবল প্রত্যক্ষ কোরো।

Page No 1