writerfair

বেকারত্ব

unemployment

তারেক মাহমুদ

মোড়গুলো নিছক ভূতের গলি, 
হা করে থাকে যেন গিলে খাবে। 
দিনের ব্যবধানে অদৃশ্য! 
হা করা মুখে ঠেলে দিচ্ছে পেছন থেকে 
ভালোর ভাল সুন্দরতম প্রশংসা... 
প্রেরণাদান হচ্ছে সহায়তার অদৃশ্য মইয়ে... 
সে মই সর্বজনীন! 
সার্বজনীন বুলিতে প্রমাণ করছে শ্রেষ্ঠত্ব। 
মোড়গুলো নিছক মরিচিকা। 
লাখ চারেক রাঙা রক্তের প্রবল স্রোত- 
তীরে এসে রাঙা রক্তিরে দোলা দিতে অপারগ। 
গলা চিপা মোড়ের প্রসস্থ মুখ,
পায়ুপথ সরু... 
মুক্ত যুগেও এসে সকলে
আটকে আছে সীমার ফাঁদে। 
 

Page No 1