আজ পাণ্ডুলিপির জন্য কবিতা লেখা হবে না
কবি সত্ত্বা অস্থির চঞ্চল
চাঞ্চল্য নিয়ে সৃষ্টি হয় না
ধ্রুবকে মেনে নেওয়াই সঙ্গত।
উদ্ভ্রান্ত পাগল কবি সত্ত্বা
কোন নিয়ম যুক্তির ধার ধারে না
হৃদয়ে রক্তক্ষরণ, মস্তিস্কে যুক্তির প্রাবল্য
দশচক্রে ভগবান ভূত সাম্য।
কবিতা এসব ভাষা বোঝে না
কবিতা চায় প্রেম উষ্ণতা
তোমার দ্বৈতসত্ত্বার সান্নিধ্য
কবিতা চায় না।
কবিতা একক, যা কিছু তার সবই একক
কবিতা তুমিময়
ছন্দ গদ্যের সমাহার নয়
শুধু তুমি ফিরে এসো।
কাল থেকে মহাকালে
তোমার হাতে হাত রেখে
দিগন্তে এগিয়ে যাবে কবিতা
বীণাকে ঘিরেই সুর ধ্বনিত হয়।
আমার শীতে কুঁকড়ে যাওয়া কবিতা
তোমার সবটুকু উষ্ণতায়
প্রাণবন্ত হয়ে উঠুক
বীণানন্দিত কণ্ঠস্বর।
তোমার মর্মভেদী দৃষ্টি
তুমি ফিরে এসো
একাকীত্বে বিশ্বাসে কবিতায়
নিত্য সহবাসে।
Page No 1