writerfair

রাখি

keep

Ashamoni

কাছে এসেই যদি দুরে চলে যাবে 

তবে দুরই ছিল ভালো কেন এলে 

ভুলে যদি যাবে এভাবে 

ভুল করে কেন এলে তবে?


বেশতো ছিলাম, ছিলাম ভালো 

দগ্ধ হৃদে জ্বেলে আলো 

তুমি কেন নেভালে সে দ্বীপ মোর 

দিয়ে প্রতিশ্রুতির ভোর।


তুমি ফিরে যাও ভোরের পাখি 

হাতে থাক স্মৃতির রাখি 

তবু ডাকবো না পিছু তোমায় কোনদিন 

যদি আর না আসে সেই শুভ দিন।


ফুল যদি নাই ফোটে অভিমানে বাগানে 

রাত যদি শেষ না হয় লগনে 

তবু তুমি রবে সুরে সুরে 

রাত শেষে স্বপ্নের ভোরে।

Page No 1