writerfair

না ভোলা সুর

Don't forget the tune

Ashamoni

যে কোন দুরত্ব দীর্ঘ হওয়ার আগেই 

লাগাম টেনে থাকতে হয় 

যে ভুলের বোঝা বয়ে চলেছি আজও 

সেই ভুল তুমিও করলে সচেতনে।


ভুল থেকে মানুষ শেখে 

এসব বাক্য নিতান্ত সময়ের 

কেউ কেউ পরপার অবধি 

শেখে না, শিখবেও না কখনও।


এক সময় তা হয় অভ্যাস মামুলি 

কারও বারংবার ক্ষত হয়, শুকিয়ে যায় 

কারও সারা জনম শুকায় না 

একটা দাগের রেশ বয়ে চলে।


প্রতিবন্ধী সন্তান প্রসবের মতোই 

যেমন আমৃত্যু কোলে করে বেড়ান মা 

বুঝতেও পারে না সে বড় হয়েছে 

এমনই সে গীত, কখনও ভোলে না।
 

Page No 1