তোমার দেওয়া কষ্টগুলো
বর্ষার ভরা নদীতে হাঁসের মতো
ডানা ঝাঁপটে সাঁতার কাটে
সূর্য বিদায়ের গোঁধুলি অবধি।
তোমার দেওয়া দুঃখগুলো
সযত্নে রেখেছি আলমারীর গোপন ড্রয়ারে
কোন তস্কর যেন ছুঁতে না
পারে কখনও কোন কালে।
তোমার দেওয়া স্মৃতিগুলো
আমাকে ঘুরে দাঁড়াতে শেখায়
চেনায় অসুন্দরের মাঝে সুন্দরকে
দেখায় স্বপ্ন দুর থেকে সুদুরের।
অমাবশ্যার অমানিশায় তলিয়ে যেতে যেতে
দেখি এক উচ্ছ্বসিত আগুনের ঝলক
চমকে আমি হেসে উঠি
অদেখা বসুন্ধরা, বিজয় উৎসবে।
Page No 1