writerfair

শূন্য থেকে পূর্ণ

from zero to full

Ashamoni

তোমায় ছাড়া থাকতে হবে, থাকব 

কিংবা থাকতে পারব 

তুমিহীন এই আমি 

হ্যাঁ বেশ আছি।


অবিশ্বাস্য হলেও সত্যি 

খাচ্ছি ঘুমাচ্ছি লিখছি পড়ছি 

আবার কাজও করছি ঘড়ি দেখে 

কোনকিছুই বাদ পড়ছে না।


এ বরং ভালোই হলো 

জন্ম মৃত্যুর চিরন্তন সত্য 

একাকী আসা একাকী যাওয়া 

পূর্বেই সে অভিজ্ঞতা।


না, কোন শূন্যতাই আমাকে অস্থির করে না 

কোন অনুসঙ্গ আশ্রয় করে 

আমাকে বাঁচতে অনুপ্রাণিত করে না 

সব শূন্যতায় যোগ হয় নতুন মাত্রা।

Page No 1