writerfair

কালো-সাদা জীবন

Black and white life

Faruque Ahmed sarker

বহু ভাঙা-চোরা, বহু অবক্ষয়

বহু চড়াই-উতরাই, জমে থাকা ভয়

অনেক ঝরাপাতা, খসে পড়া ফুল

অনেক কালোরাত, ছোট-বড় ভুল

আমাকে ভাবায়, অহর্নিশ কাঁদায়!

সূর্যের কড়া আলোয় কাঁদায়....

ঢাকা কুয়াশার ধোঁয়ায় কাঁদায়....

বিনিদ্র রাতের কালোয় কাঁদায়....

অনেক অলিখিত লেখা, স্বপ্ন ছোঁয়া

হাজার রঙ, মলাট করা ভালোবাসা

অনেক চেয়ে দেখা, আজগুবি ছবি আঁকা

ডশশুর নরম তুলতুলে হাত,অস্পষ্ট কথা

আমাকে ভাবায়,স্বস্তিতে ভাসায়!

রগড়ব মনের ক্লান্ত শরীরেও শান্তি দেয়...

পিছলে পড়ে ভেজা কাপরেও শান্তি দেয়....

চরম হতাশার অশ্র-চোখেও স্বস্তি দেয়…

Page No 1