Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
পানি দিবসের ছড়া
The Rhymes of Water Day
শ.ম. শহীদ
আজ হলো পানি দিবস-
পানি পানি পানি,
পানি নিয়ে কারসাজি-
করছে কে জানি!
আমাদের নদিমুখে
বেধেদিয়ে বাঁধ,
মনে মনে বলে-তোরা
নাকে-চোখে কাঁদ।
উপরে বচন দেন-
এসে মমতায়,
ভেবে নেই এই বুঝি-
দুঃখটা যায়!
দুঃখ তো যায়না
থাকে সেই মতো
এক দুই করে শুধু
দিন হয় গত।
পানি বিনে দেশ হয়-
ক্রমেক্রমে মরু-
শঙ্কিত জনজীবন,
লতা,পাতা,তরু!
আজ পানি দিবসে
বিশ্বের কাছে-
ন্যায়ের হিস্যাটুকু
দেশবাসী যাচে!!
Page No 1