writerfair

খেলা

The Game

শ.ম. শহীদ

সাজিয়ে মেলা খেলছো খেলা

নিজে রয়েছো নিরাকার,

তোমার চালের মর্ম বোঝে

এমন সাধ্য আছে কার!

 

হলুদ রঙে নীল মিশালে

সবুজ রঙটি ধরে,

অযুত রঙে রাঙ্গা মনটা

কোথায় বসত করে?

ওরে-

আমি অধম পাইনা ভেবে-

কতো রঙ আছে তোমার!

 

রাজার ঘরে জন্ম বলে-

কেউবা রাজা হয়,

জন্মদোষে দাসির ছেলে

মুটের বোঝিই বয়!

ওরে-

জম্মেই যদি রাখো তফাৎ

কে নিবে সেই দোষের ভার?

 

একই মাটি একই পানি

একই বাতাস, আলো

ধর্মে কর্মে রাখছো বিভেদ

বিভেদ সাদা কালো।

ওরে-

ভেদ-বিভেদের এমন খেলা-

খেলবে তুমি কতো আর?

 

কেউবা তোমায় দয়াল ডাকে

কেউবা রহিম, রহমান,

মুচি, মেথর, ডোম, চারাল

তোমার কাছে সব সমান!

ওরে-

পাগল বলে ভাবের কথা-

‘দেখছিনা তো ন্যায়বিচার’!

Page No 1