writerfair

প্রেম ও দ্রোহে দু'জন

Two in love and betrayal

Faruque Ahmed sarker

আমি তোমার সব কথা শুনে

নির্বাক-চুপ থাকি,

তাই বলে তুমি তোমার সব কথা

কে ধ্রব সত্য ভেবে বসো না,

আমি চুপ থাকি কারণ

এটা আমার সহজাত প্রবৃত্তি!

আমি তোমার গোলাপের মতো

মুখ দেখে মুগ্ধতায় চেয়ে থাকি ,

তাই বলে ভেবো না

তোমার কাঁটা আমাকে রক্তাত করে না,

আমি চেয়ে থাকি কারণ

আমার ক্ষতবিক্ষত অবস্থা

তোমাকে দেখাতে চাই না!

তুমি যখন চলাতে বলাতে পরাতে

এটা না ওটা,ওটা না এটা, বলে-

আমাকে পুতুলের মতো সঙ বানাও!

আমি হাঁসি মুখে সঙ সাজি কারণ

অকারণে হলেও তোমার হাঁসিটা

আমি দেখতে চাই?

Page No 1