ঘুমিয়ে পড়েছে জাতির জনক
হৃদয়ে হতাশা নিয়ে
সোনালি দিনের জাতির স্বপ্ন
ভেসে গেল বুঝি মেঘনার খরস্রোতে।
মানবতা, গণতন্ত্র, জনতার অধিকার
স্বৈরশাসকের বন্দীশালায়
লাখ মানুষের মৃত্যুর হাহাকার
চিরনিদ্রায় শায়িতজনের, কিছু কি আছে করার?
৭ই মার্চের বজ্রনিনাদ
ইতিহাস কখনও যাবে না ভুলে
উল্টো স্রোতে মাঝি-মাল্লারা এখন
নায়ের বাদাম তোলে।
এখনও পাচার হয় কোটি কোটি টাকা
ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইস ব্যাংকে ভরা
গড়ে একাধিক বাড়ি, গাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান
লুটে নিয়ে ব্যাংক, পিতার স্বপ্নের সোনালি পাতা।
যত উন্নয়ন, তত কমিশন নেতাদের ভাগে আসে
বিদেশি মুদ্রায়, বিদেশি ব্যাংক হিসাবে জমা পড়ে শেষে।
দুর্নীতি দমন কমিশন দু-একটি মামলা যদিও গ্রহণ করে
ভাগের অংকে গরমিল হলে অদৃশ্য ইঙ্গিতে।
চিরনিদ্রায় শান্তিতে থাকো হে গণমানুষের পিতা
তোমার স্বপ্ন হবে না সফল, এটাই বাস্তবতা।
Page No 1