writerfair

বিদায় নিতেই হবে

Have to say goodbye

RBM salabat jung chowdhury

'যুদ্ধ' তোমাকে বিদায় নিতেই হবে 

মানবসভ্যতার অভিধান হতে 

একটিমাত্র শব্দ 'যুদ্ধ' 

তোমাকে বিদায় নিতেই হবে।

 


বিশ্ব অস্তিত্বের প্রয়োজনে 

রেখে যেতে চাই নিরাপদ বিশ্ব 

আমাদের অনাগত প্রজন্মের জন্য 

'যুদ্ধ' তোমাকে বিদায় নিতেই হবে।


কী আছে এমন আমাদের অধিকার 

লক্ষ-কোটি নিরস্ত্র মানুষ হত্যার 

আণবিক বোমা, ক্ষেপনাস্ত্র করে ব্যবহার 

'যুদ্ধ' তোমাকে বিদায় এবার।

 


বায়ুমন্ডল দুষিত হয়, গলে বরফের পাহাড় 

সমুদ্রপৃষ্ঠে বাড়ে উচ্চতা, সুনামি, জলোচ্ছ্বাস 

সাইক্লোন, ভূ-কম্পন, অগ্নুৎপাত আসে বারবার, 

'যুদ্ধ' তোমাকে বিদায় এবার।

 


প্রলয়ঙ্কারী দুর্যোগ, রুক্ষতে হবে তার সব তাণ্ডব, 

অভিন্ন লক্ষ্যে বিশ্ব এগিয়ে যাবে 

ধর্ম, বর্ণ বিভেদ ভুলে নিরাপদ বিশ্ব গড়ার 

'যুদ্ধ' তোমাকে বিদায় এবার।

Page No 1