তুষারশুভ্র ফুলে ফুলে
তব নিপখানি ছেয়ে আছে ফুলে
কে সাজালো এই মোহনীয় সাজে
নিখাদ ভালোবাসা।
হেরিয়া তোমায় উদাসী এ মন ভালোবাসা চায়
ভালোবাসা সে তো মাকাল ফল
সারাটি জীবন শুধুই কাঁদায়।
পাবে ভালোবাসা শুধু
গল্পে ও কবিতায়,
যুগ যুগ ধরে পাশাপাশি থেকে
ভালোবাসা পাওয়া কঠিন বেজায়।
যৌবনের শুভক্ষণে
ভালোবাসা যদি মেলে
অস্তাচলে সেও নেয় যে বিদায়;
তবুও ভালোবাসা হৃদয় রাঙায়।
ভালোবাসা যদি ক্ষণিকের তরে
পায় না কোনোই সুখ জীবন ভরে
সব ব্যথা সুখ হয়ে ফেরে
অনাবিল অকৃত্রিম ভালোবাসায়।
Page No 1