হৃদয়ের গভীরে তুমি, আমার বাংলাদেশ
সাগর, নদী, পাহাড়, পর্বত ঘেরা কী যে মনোরম পরিবেশ!
অতিথিপরায়ন বাংলার জনগণ উদার প্রকৃতির মতো
লাল-সবুজের পতাকায় মুছে দেয় জীবনের সব ক্ষত।
স্বাধীনতা প্রিয় উদার মানুষেরা হয়ে ওঠে সুকঠিন
স্বাধীনতার প্রশ্নে আপোষহীন, ওরা জীবন করিবে বিলীন।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে মিলে
যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ওরা সশস্ত্র পাকসেনাদের বিরুদ্ধে
২৫ শে মার্চের মধ্যরাতে ঘুমন্ত রাজধানী, ঘুমন্ত রাজপথ
আশ্রয়হীনেরা ঘুমিয়ে ফুটপাতে অতীত দিনের মতো
তাদের রক্তে রঞ্জিত রাজপথ, হায়নাদের আক্রমণে
রাজারবাগ পুলিশ ব্যারাক, রেল স্টেশন, সদরঘাটে মৃত্যুতে
স্বাধীনতাকামী বাংলার মানুষ থেমে যায়নি তাতে।
ধর্ম, বর্ণ সবে একসাথে যুদ্ধে প্রস্তুত নিরস্ত্র হাতে
মাথা নত করেনি জাতি বরবর পাকসেনাদের কাছে
লাল-সবুজের পতাকা আজ উড়িছে বিশ্বের আকাশে
স্বাধীনতার সব পাওয়া পূরণ হয়নি, পুরণ হয়নি আশা
পুড়ে যায় সব বাঙালির হৃদয়, প্রকাশিতে নাহি ভাষা।
কূট পরাশক্তির কূট চালে যুদ্ধে জড়িয়ে গেলে
সার্বভৌমত্ব নিয়ে ভেবো না তুমি, যাব না তোমায় ছেড়ে।
আমরা বীরের জাতি, ছাড়ব না এক ইঞ্চি মাটি
জাতি, ধর্ম, বর্ণ জেনে রেখো সব যোদ্ধা তব খাঁটি।
মাতৃভূমির অস্তিত্ব রক্ষায় জীবন করিবে পণ
লাল-সবুজের এই পতাকা যে অনেক সাধনার ধন।
Page No 1