writerfair

সংলাপ

The dialogue

RBM salabat jung chowdhury

কবিকে অসম্মান নয়, করো কবিতাকে সম্মান 

কবি তো পারে না দিতে জীবনের সন্ধান। 

কবিতায় ছড়িয়ে থাকে জীবনের কথা 

ভালোবাসা, রাজনীতি, গণতন্ত্র, বহুমাত্রিক জীবনাদর্শ 

বিপর্যস্ত নীতিবোধক পরিমার্জন করা 

বুঝে নিতে হয় কবিতার ভাষা 

মানুষ, মানবিকতা, নীতি-নৈতিকতা 

নিজেকে চেনা-জানা, পরিবারকে ভালোবাসা 

না ভেবে বাচাল কবির কথা 

ভালোভাবে জানো, বোঝো, নীতিনৈতিকতা 

কখনও রেহাই পাবে না স্বীয় কুকর্মের ব্যথা 

কবিতা রেহাই দেবে, সংশোধিত হও যদি নিজে 

বুঝে কবিতার ভাষা, করতে হবে আশা 

প্রাধান্য পাবে মানুষ, মানবতা, ভালোবাসা 

সম্মান করতে হবে, সব বিবেচনার আগে 

দেশ, মানুষ ও দেশের পতাকা ।

Page No 1