writerfair

তোরা ঠিক চাস কি ?

What exactly do you want?

শ.ম. শহীদ

তোদের এই বাড় দেখে

খাই খুব টাসকি

পাইনা তো ভেবে কূল

তোরা ঠিক চাস কি?

 

এই জাতি সেই জাতি

যারা দেশ ভক্ত

প্রয়োজনে রাজপথে-

ঢেলে দেয় রক্ত

সহজেই ভুলে গেলি

সেই ইতিহাস কি !

 

ভয়ভীতি পেলে ওরা

যায়না তো থমকে

বিপদ এলে বুক বেঁধে

রুখে দেয় যমকে

রাখে নাতো পিছু পা-

হয়ে যায় লাশ কি !

 

অনাচার অবিচারে

হয়ে ওঠে ক্রদ্ধ

ফুলকে বাঁচাতে যারা

মেনে নেয় যুদ্ধ

আজীবন তাদেরকে

রাখা যায় দাস কি ?

Page No 1