writerfair

জিতে গেছে’ খয়ের খাঁ

Khair Khaa has won

শ.ম. শহীদ

মিটছে খায়েশ

চলছে আয়েশ

সটান রেখে দুটি পা !

 

কেউবা কাশে

কেউবা হাসে

কেউবা গোঁফে দিচ্ছে তা !

 

কি হলো রে ?

কি হলো রে ?

জিতে গেছে’ খয়ের খাঁ !

 

জিতলো কিসে ? ভোটে ?

মানছি না- তা মোটে !

খয়ের খাঁয়ের জিৎ হয়েছে

অবৈধ সব নোটে !

 

নোট নিয়েছে কারা ?

ভোট দিয়েছে যারা !

পাঁচটি বছর কাটবে তাদের

খেয়ে মোষের তাড়া !

Page No 1