writerfair

খয়রাইত্তা

Khayraitta

শ.ম. শহীদ

খয়রাইত্তা-

বলতো লোকে

নাম যদিও খয়ার

হালে নাকি হাইকোর্টে সে

বিরাট বড় লয়ার !

 

জানামতে-

আইনবইটার

পড়েনি এক পয়ার

এত্তবড়ো উকিল হলো

কী করে সেই খয়ার !

 

অবশেষে-

ঢাকায় এসে

খোঁজ লাগালাম তার

হতেও পারে তিনে-দুইয়ে

যোগফলটা চার !

 

খুঁজে যখন

পেলাম তাকে

মনে মনে হাসি

লয়ার তো নয় খয়ার হলো

উকিলের চাপরাশী !

Page No 1