Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
আশাবাদী
hopeful
Ashamoni
আশাবাদী
তোমার ভাবন প্রতিমূর্তিতে
আমার প্রচ্ছন্ন ভূবণ
তোমার কালো অক্ষিতে
আমার রজনীকান্ত বারোমাস।
তোমার শুদ্ধ স্নাত হাসিতে
আমার উষ্ণতার অভ্যুথান
তোমার মধ্যমার দুষ্টমিতে
অনবদ্য ভালোলাগা আমার
তোমার অনামিকার নির্ভুল নিশানা
আমার যথার্থ স্মৃতিচারণ
তোমার চরণ যুগলে
আমার আশার ভুষণ।
Page No 1