writerfair

আশাবাদী

hopeful

Ashamoni

আশাবাদী

 

তোমার ভাবন প্রতিমূর্তিতে

আমার প্রচ্ছন্ন ভূবণ

তোমার কালো অক্ষিতে

আমার রজনীকান্ত বারোমাস।

 

তোমার শুদ্ধ স্নাত হাসিতে

আমার উষ্ণতার অভ্যুথান

তোমার মধ্যমার দুষ্টমিতে

অনবদ্য ভালোলাগা আমার

 

তোমার অনামিকার নির্ভুল নিশানা

আমার যথার্থ স্মৃতিচারণ

তোমার চরণ যুগলে

আমার আশার ভুষণ।

Page No 1