আমার মধ্যে যে আমি
কেবল কুম্ভকর্ণের মত পড়ে ঘুমায়
চন্দ্রের ক্ষয়, অমাবশ্যা তিথি
রাখে না কোন খবর সে।
তুমি কেবল তাকে উত্যক্ত কর
বিষের বাঁশি বাজিয়ে
বিশ্রী শব্দ দুষণে
কুম্ভকর্ণ পাশ ফেরে।
হিম শীতল হিমের নিলয়
অপ্রতুল আগুনে বরফ গলে না
ঝরে না বৃষ্টির ফুল
নেভে না রক্তমুখী আগুনের ফাগুন।
পুড়েই যার আনন্দ অবিরাম
সময়ের শেকল খুঁজে ফেরে
জীবনের অর্থহীন অনর্থ
শূন্য থেকে মহাশূন্যে।
Page No 1