নিজেকে তাই বারংবার উল্টে দেখি
সন্তর্পণে পুরানো বই-এর পাতার মত
সুকুমার স্মৃতিতে অনুপম
ফেলে আসা আবেগ।
সুর দেবীর চাপরাশ বহন করতে
খেয়ালের তানে আঙ্গুল চলে না দুর্বার
আলাপ বিস্তার সব-ই ভুল
ভোলানাথ তবু ও পথ চলে।
ছন্নছাড়া সীমাহীন পথ
হঠাৎ ধমকে উঠে যেন
পথিক তুমি পথ ভুল করছ
ও পথ তোমার নয়।
তুমি ফিরে যাও সুরে
ক্রমাগত ছাড়িয়ে যাও নিজেকে
জীবনের সস্তা মোহে
তুমি মোহ মুক্ত হও, ফিরে যাও পথিক ।
Page No 1