writerfair

Our School

আমাদের ইশকুল

শ.ম. শহীদ

বাংলা-স্যারের দাতেঁর ব্যথা
অংক স্যারের জ্বর;
বিজ্ঞানের স্যার শশুড় বাড়ি
গেছেন উড়িরচর!

ধর্ম স্যারের  কর্ম কেবল-
করেন পরকালের;
পরিবেশ-স্যার ধারে’না ধার
ইশকুলের এই হালের।

ইংরেজী-স্যার ইদানীং তাঁর
ব্যবসা নিয়ে বিজি;
কেলাশ ফোরের ভাইয়া এসে
পড়াচ্ছেন ইংরেজী।

ইশকুলে যাই ঘুরে বেড়াই
খেলাধূলা করি,
আমরা সবাই যে যার মতো
প্রাই-মারীতে পড়ি।

Page No 1