রাত পোহালো রাত পোহালো
আঁধার গেলো টুটে-
ফরসা হলো পূবের আকাশ
আলোর পরশ লুটে!
বনে বনে জাগলো পাখি
ঐ শোনা যায় গান;
থাকবেনা আর শু’য়ে খোকন
করে ঘুমের ভান!
উঠে খোকন বললো হেসে-
‘আঁধারের নেই চিন;
আমার দেশে এসেছে মা-
আলোয় ছাওয়া দিন!
এখন থেকেই -‘সূর্যটাকে-
রাখবো সবাই ধরে;
তাহলে আর আসবেনা রাত
ওমন আঁধার করে!!
Page No 1